1/6
লকডাউনে দীর্ঘদিন হল বাড়িতে আটকে রয়েছেন। সেই 'একঘেয়েমি' কাটাতে এবার শীতে টুক করে কোনও পাহাড় ঘেরা মনোরম জায়গায় ঘুরে আসতেই পারেন। তারমধ্যে কাছেপিঠে কোথাও যেতে চাইলে আপনার গন্তব্য হতেই পারেন এরাজ্যের 'লাভা'। এখন প্রশ্ন কীভাবে যাবেন? কলকাতা থেকে বাসে কিংবা ট্রেনে এনজিপি, অথবা বিমানে বাগডোগরা পৌঁছে যান। তারপর সেখান থেকে গাড়িভাড়া করে সোজা চলে যান লাভা।
2/6
photos
TRENDING NOW
3/6
4/6
5/6
তিব্বতে না যেতে পারলেও তিব্বত ভ্রমণের স্বাদ নিতে শীতে ঘুরে আসতে পারেন হিমচলপ্রদেশের পাহাড়ি শহর ধরমশালাতে। সাধারণত এখানে সারা বছর এখানে পর্যটকদের আনাগোনা লেগেই রয়েছে। যদিও করোনাকালে তা কিছুটা কমেছে। দলাই লামার প্রচেষ্টায় এই শহরেই গড়ে উঠেছে তিব্বতী শরণার্থীদের বাসস্থান। কলকাতা স্টেশন থেকে জম্মু-তাওয়াই এক্সপ্রেসে পাঠানকোট নেমে গাড়িতে আশি কিলোমিটার দূরে ধরমশালা।
6/6
শীতে শৈলশহর ভ্রমণের মজাই হয়ত কিছু আলাদা। এবার শীতে ঘুরে আসতেই পারেন উত্তরাখন্ডের আউলি।উত্তরাখণ্ডের যোশিমঠ থেকে ১৬ কিলোমিটার উঁচুতে অবস্থিত আউলি। বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ রয়েছে এখানে। কলকাতা থেকে দিল্লি হয়ে, গাড়িতে বা ট্রেনে পৌঁছে যেতে পারেন হরিদ্বার বা হৃষীকেশ। সেখানে রাত কাটিয়ে পরদিন চলে যা যোশিমঠ। তারপর সেখানথেকে রোপওয়ে চড়ে পৌঁছে যান আউলি।
photos