মোদীর প্রত্যাবর্তনে মন্ত্রিত্ব হারালেন একাধিক হেভিওয়েট, দেখে নিন তালিকা

May 31, 2019, 00:01 AM IST
1/10

শারীরিক অসুস্থতার কারণে আর মন্ত্রী হতে চান না বলে ঘোষণা করেছিলেন অরুণ জেটলি। তাঁকে রাজি করানোর চেষ্টা করেছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু রাজি হননি জেটলি।   

2/10

হিন্দুত্বের মুখ উমা ভারতীও নেই মন্ত্রিসভায়। প্রথম মোদী সরকারের শেষ দিকে মন্ত্রিসভার সম্প্রসারণে বাদ পড়েছিলেন তিনি। এবার লোকসভা ভোটেও প্রার্থী হননি উমা।  

3/10

বাংলা থেকে জিতেও এবার মন্ত্রিসভায় ঠাঁই পেলেন না এসএস আলুওয়ালিয়া।   

4/10

শারিরীক অসুস্থতার কারণে নির্বাচনে অংশ নেননি সুষমা স্বরাজ। মোদী সরকারের অন্যতম প্রশংসিত মন্ত্রীকে আর দেখা যাবে না।

5/10

নির্বাচনী প্রচারে বিতর্কিত মন্তব্য করেছিলেন মানেকা গান্ধী। তিনি এবার মন্ত্রিসভায় নেই।

6/10

শিবসেনা থেকে ভাঙিয়ে তাঁকে গতবার মন্ত্রী করেছিলেন মোদী। সেই সুরেশ প্রভু বাদ পড়ায় শুরু হয়েছে জল্পনা।

7/10

রাজ্যবর্ধন সিং রাঠৌর মন্ত্রিসভায় নেই। রাজ্যবর্ধনকে সম্ভবত রাজস্থানের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরতে পারেন মোদী-শাহ।

8/10

যশবন্ত সিনহার বিদ্রোহের ফল ভুগতে হল ছেলে জয়ন্তকে। জায়গা পেলেন না গতবারের অসামরিক পরিবহণমন্ত্রকের প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা।  

9/10

গতবারের বিতর্কের জেরে ঠাঁই পেলেন না বুদ্ধনগরের সাংসদ মহেশ শর্মা।

10/10

আপনা দলের নেত্রী অনুপ্রিয়া পটেল ঠাঁই পেলেন না মন্ত্রিসভায়।