লেন্সবন্দি চন্দ্রগ্রহণ

Jul 28, 2018, 12:26 PM IST
1/10

TotalLunarEclipse

TotalLunarEclipse

২৭ জুলাই রাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখল বিশ্বের মানুষ। এটাই শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

2/10

IsraelLunar

IsraelLunar

পৃথিবীর কোনও কোনও অঞ্চল থেকে লক্ষ্য করা যায় লাল রঙের চাঁদ। ইজরায়েলের অ্যাশকেলন শহর থেকে ক্যামেরায় ধরা পড়েছে সেই 'ব্লাড মুন'।

3/10

ChennaiLunar

ChennaiLunar

সারা বিশ্বের সঙ্গে ভারতের মানুষও সাক্ষী রইল সেই মহাজাগতিক ঘটনার। চেন্নাইতে ধরা পড়েছে চন্দ্রগ্রহণের ছবি।

4/10

AhamedabadLunar

AhamedabadLunar

ধীরে ধীরে রং ঢেকে যায় চাঁদ। আমেদাবাদ থেকে দেখা গেছে চন্দ্রগ্রহণ।

5/10

LunarCairo

LunarCairo

ব্লাড মুনের এই ছবি ধরা পড়েছে কায়রো থেকে।

6/10

Lunar3

Lunar3

চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে চাঁদ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সময় পৃথিবীর ছায়ায় পুরোটাই ঢেকে যায় চাঁদ। সূর্য থেকে চাঁদে আলো পৌঁছয় না। বেঙ্গালুরুতে ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যাচ্ছে চাঁদ।

7/10

Lunar4

Lunar4

১ ঘণ্টা ৪৩ মিনিট ধরে চলে গ্রহণ। আবু-ধাবি থেকে ধরা পড়েছে এই ছবি।

8/10

Lunar1

Lunar1

মহাজাগতিক এই বিরল ঘটনার সাক্ষী হতে অপেক্ষায় ছিল মহানগর কলকাতাও। কলকাতা অ্যাস্ট্রোনমি সেন্টারের উদ্যোগে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্য শুক্রবার সকাল থেকেই শুরু হয় তোড়জোড়।

9/10

Lunar2

Lunar2

গ্রহণ ভালভাবে দেখার জন্য ছিল তিনটি টেলিস্কোপ আর বেশ কয়েকটি বাইনোকুলারও।

10/10

LunarEclipseKolkata

LunarEclipseKolkata

রাতে শহরের ঐকতান হাউসিং সোসাইটির আনন্দধারা অ্যাপার্টমেন্টের ছাদে জড়ো হয়েছিলেন সবাই। কিন্তু বাদ সাধল মেঘ। টানা বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে খুব একটা ভাল দেখা মেলেনি চাঁদমামার।