Solar Eclipse On April 8: গ্রহণগ্রাসে সূর্য! বছরের প্রথম মহাজাগতিক বিস্ময় একনজরে...

৮ এপ্রিল উত্তর আমেরিকা জুড়ে মানুষ সাক্ষী থাকতে পেরেছেন সূর্য গ্রহণের। এই সূর্য গ্রহণ দিনকে রাতে পরিণত করেছিল। 

Apr 09, 2024, 17:44 PM IST
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৮ এপ্রিল উত্তর আমেরিকা জুড়ে মানুষ সাক্ষী থাকতে পেরেছেন সূর্য গ্রহণের। 

2/7

চলতি বছরের এই সূর্য গ্রহণ দিনকে রাতে পরিণত করেছিল। মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই গ্রহণ দেখার জন্য। 

3/7

একটি সূর্যগ্রহণ হল একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা যেখানে চাঁদ, পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে যায় এবং সূর্যের আলোকে সম্পূর্ণ বা আংশিকভাবে অবরুদ্ধ করে। 

4/7

চাঁদ সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে দেয়, তখন এটি পৃথিবীতে একটি ছায়া ফেলে, যাকে "সমগ্রতার পথ" বলা হয়। 

5/7

মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার জুড়ে মোট ১৮৫ কিলোমিটার প্রসারিত জায়গা জুড়ে এই গ্রহণ দৃশ্যমান হয়েছিল।

6/7

পুরো ইভেন্টটি অর্থাৎ এই পুরো গ্রহণটি প্রায় আড়াই ঘন্টা সময় নিয়েছে, তবে সম্পূর্ণতা মাত্র চার মিনিট স্থায়ী হয়েছে। 

7/7

NASA আগেই জানিয়েছিল, সম্পূর্ণ অন্ধকার হয়ে যাওয়ার দৃশ্যটি ৪ মিনিট ২৭ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে।