Road Accident: ভয়ংকর সংঘর্ষ এড়াতে গিয়ে ৬৫ যাত্রীকে নিয়ে উল্টে গেল বাস! গুরুতর আহত একাধিক...

Bankura: বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে ইন্দপুরের বাগডিহার কাছে উল্টে যায় বাসটি। এই ঘটনায় কমবেশী আহত হন অন্তত ১৫ জন পর্যটক। 

Jan 04, 2025, 10:30 AM IST
1/6

মৃত্যুঞ্জয় দাস: বোলারো পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে উল্টে গেল পর্যটকবাহী বাস। 

2/6

আহত অন্তত ১৫ জন পর্যটক। শনিবার সকালে ইন্দপুরের বাগডিহা এলাকার ঘটনা।  

3/6

স্থানীয় সূত্রে খবর, এদিন কলকাতা থেকে ৬৫ জন পর্যটককে নিয়ে মুকুটমনিপুরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি পর্যটকবাহী বাস।   

4/6

বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে ইন্দপুরের বাগডিহার কাছে উল্টে যায় বাসটি। এই ঘটনায় কমবেশী আহত হন অন্তত ১৫ জন পর্যটক। 

5/6

প্রত্যেকেই কলকাতার রুবি এলাকার বাসিন্দা ও রিক্সা চালক ইউনিয়নের সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্দপুর থানার পুলিস।  

6/6

স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিস আহতদের উদ্ধার করে ইন্দপুর ব্লক হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে গুরুতর আহত তিন জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।