নিজস্ব প্রতিবেদন: শুধু শিব ঠাকুরই নয় আপনার শরীরও তুষ্ট হবে ধুতুরা ফুলে। স্বাস্থ্য ভালো রাখতে ধুতুরা ফুলের উপকারিতা জানলে অবাক হবেন। বিষাক্ত হলেও এই ভেষজ উদ্ভিদ গুণে ভরা।
2/7
ধুতুরা গাছের ফুলের সৌন্দর্য অত্যন্ত আকর্ষণীয় ও মনোরম। বর্ষাকালে ধুতুরা গাছে ফুল ফোটা শুরু হলেও হেমন্তকাল জুড়ে গাছে ফুল দেখা যায়। আর এই সময়টাই মোক্ষম আপনার স্বাস্থ্যের জন্য।
photos
TRENDING NOW
3/7
পড়ন্ত বিকাল থেকে সন্ধ্যায় গাছে ফুল ফোটে। দিনে রোদের আলোয় ফুল সংকুচিত হয়ে যায়, সন্ধ্যায় আবার পাপড়ি মেলে । গন্ধ খুবই মৃদু। যা আপানার হাঁপানির রোগ দূর করবে।
4/7
কৃষ্ণ ধুতুরার শুকনো পাতা এবং ফুল বাসক পাতায় জড়িয়ে সিগারেটের মতো তৈরী করে, আগুন দিয়ে টানলে হাঁপানির কষ্ট কমবে ।
5/7
ধুতুরা গাছের পাতা, মূল, ফুল ও ফল সিদ্ধ করে সেই তাপ নিয়ে বুকে সেঁক নিন । শ্বাসকষ্ট কমে যাবে।
6/7
চুল পড়ে যাচ্ছে? মনে রাখবেন, জীবাণুঘটিত কারণে মাথার চুল উঠে গিয়ে টাক পড়ে, ধুতুরা পাতার রস মাথার একপাশে লাগান, পরদিন অপরপাশে লাগান এবং একদিন অন্তর ব্যবহার করবেন। অকালে টাক পড়বে না।
7/7
স্তনে ব্যাথা বোধ হয়? ধুতুরা পাতা ও কাঁচা হলুদ একসঙ্গে বেঁটে স্তনের উপর প্রলেপ দিলে বেদনা কমে যাবে। পরে স্তন ভালোভাবে ধুয়ে ফেলবেন।