ট্রামের আদলে চায়ের দোকান, খাস কুমোরটুলিতে

Oct 05, 2020, 10:30 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন :  মানিকদার দোকান , যাদের কুমোরটুলিতে নিত্য যাতায়াত তাদের কাছে বেশ পরিচিত এই মানিকদা। তিনিই চায়ের দোকানের আদল বদলে দিয়েছে।

2/5

পুজোর আগে দর্শনার্থীদের চোখ টানতেই এই সিদ্ধান্ত। 

3/5

১০ টাকা থেকে ২৫ টাকা পর্যন্ত রয়েছে চায়ের দাম। 

4/5

মানিকদার দোকানের চায়ের স্বাদে আমেজই বদলে যায় বলে মনে করেন অনেকে। 

5/5

সেই দোকান এখন থেকে কলকাতার ঐতিহ্য বহন করবে। ট্রামের মৃয়মান অস্থিত্বকে চায়ের আমেজে তরতাজা করতেই মানিক বাবুর এই সিদ্ধান্ত।