'সমাজের কাজে আসতে পারে আমরা খুশি' স্বাধীনতা দিবসে রক্তদান করলেন রূপান্তরকামীরা
Aug 16, 2020, 01:12 AM IST
1/4
কমলিকা সেনগুপ্ত: সমাজ ওদের বাঁকা চোখেই দেখে। লাঞ্ছনা গঞ্জনা নিয়েই কাটাতে হয়ে জীবন। মূলেস্রাতে ফেরার কথা বারবার বলা হয়েও বাস্তবে তা খুব কমই হয়েছে।
2/4
তবে এবার সমাজকে বাঁচাতে এগিয়ে এলেন সমাজের ব্রাত্যরাই। করোনা আবহে যখন চারিদিকে রক্ত সংকট। তখনই এগিয়ে এলেন তাঁরাই। তাঁদের এই উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন সমাজের সর্বত্র।
photos
TRENDING NOW
3/4
শনিবার স্বাধীনতা দিবসের দিন রক্ত দিলো LGBT community। এই প্রথম রক্ত দিলো তাঁরা। ঢাকুরিয়ার ক্লাব তরুণ মহলের তরফ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানেই প্রায় ৪৮ জন রূপান্তরকামী রক্তদান করেন।
4/4
রক্তদাতাদের একজন তিয়াষা ভট্টাচার্য বলেন, "আমরা মূলেস্রাতে থাকতে চেয়েও পারি না, রক্ত দিয়ে কারও উপকার হলে আমরা আবারও দেব। আজ সমাজে এক ধাপ উঠলাম বলেই মনে হচ্ছে।