1/5
পার্থ চৌধুরী: জন্ম, মৃত্যু, বিয়ে। তিন বিধাতা নিয়ে। বিধির বিধানেই বোধহয় এই অসামান্য সমাপতন। একেবারে পালটি ঘরে বিয়ে দুই যমজ বোনের। পাত্র দুজনেও যমজ ভাই। আবার দু'তরফেরই বাড়ি একই বিধানসভার এলাকায়। পাত্রীরা ভাতারের। পাত্ররা কুড়মুনের। শেকসপীয়রের 'কমেডি অফ এররস' থেকে অনুপ্রাণিত হয়ে একসময় সিনেমা, যাত্রা, থিয়েটারে গোছা গোছা চরিত্র তৈরি হয়েছে। বিদ্যসাগরের লেখা 'ভ্রান্তিবিলাস' নিয়ে বাংলা ও হিন্দি ছায়াছবি হয়েছে। হয়েছে টেলিফিল্মও।
2/5
কিন্তু বাস্তবেও যে এমনটা হতে পারে, তা ভাবাই আশ্চর্যের। কিন্তু ঠিক তেমনটাই ঘটল পূর্ব বর্ধমানের ভাতার এলাকায়। দুই যমজ বোন বরমাল্য পরাল দুই যমজ ভাইয়ের গলায়। একেবারে চার নয়, আট হাত এক হল ছাদনাতলায়। এমন চমকপ্রদ ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। যমজ বোনের বিয়ে তাও আবার যমজ ভাইয়ের সাথে। খুঁজে খুঁজে তা সম্ভব করেছেন নিজেরাই।
photos
TRENDING NOW
3/5
রবিবার বিয়ে হয়েছে ওই দুই বোনের। কীভাবে হল সম্ভব? সদ্য কলেজ শেষ করেছে দুই বোন। এবার তাদের বিয়ের পালা। দুই বোন ছোট থেকে সবসময় একসাথে থেকেছে। তারা একে অপরকে ছাড়তে রাজি নয়। বাড়ির লোকেরা ভেবেছিলেন, একই বাড়িতে বিয়ে দেওয়া হবে তাদের। কিন্তু এ যে মেঘ না চাইতেই জল! শুধু এক বাড়ির ছেলে নয়, কাকতালীয়ভাবে পাত্ররাও যমজ।
4/5
5/5
photos