সুতির কাপড়ের মাস্ক সুরক্ষিত নয়! তা হলে? বিজ্ঞানীরা এবার দিলেন অন্য পরামর্শ

Dec 12, 2020, 18:57 PM IST
1/5

করোনা সংক্রমণ খেকে বাঁচাতে মাস্ক কতটা জরুরি! এই নিয়ে বিজ্ঞানীদের মতানৈক্য চলছেই। আরও একবার এই ব্যাপারে বিজ্ঞানীরা নতুন পরামর্শ দিয়েছেন।

2/5

সূতির কাপড়ের তৈরি মাস্ক করোনাভাইরাস রোধে তেমন সক্ষম নয়। বরং টু লেয়ার নাইলন মাস্ক বেশি সুরক্ষা দেবে বলে দাবি করেছেন একদল মার্কিন বিজ্ঞানী।

3/5

মাস্ক করোনা রোধে কতটা কার্যকরী, তা নিয়ে এখনও বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছেন। আসলে এখনও পর্যন্ত এই ব্যাপারে পাকাপাকি কোনও সিদ্ধান্তে আসতে পারেননি বেশিরভাগ বিজ্ঞানী। 

4/5

যদিও মাস্ক না পরলে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশ বলেই জানিয়েছেন বেশিরভাগ বিজ্ঞানী। ফলে মহামারী পরিস্থিতিতে করোনা পরা বাধ্যতামূলক বলে মনে করছেন তাঁরা।

5/5

বিজ্ঞানীরা দাবি করেছন, সার্জিকাল মাস্ক বাতালে ভাসমান ভাইরাস থেকে ৩৮.৫ শতাংশ সুরক্ষা দেয়। তবে অনেকেই ভুল পদ্ধতিতে মাস্ক পরেন। সার্জিকাল মাস্ক সঠিক পদ্ধতি মেনে পরতে পারলে ভাইরাসের হাত থেকে বাঁচার সম্ভাবনা বেড়ে যাবে ৬০ শতাংশ পর্যন্ত। সার্জিকাল মাস্কের উপর টু লেয়ার নাইলন মাস্ক পরলে ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার সম্ভাবনা ৮০ শতাংশ।