দমদমে প্রতিবেশীদের হাতে আক্রান্ত দুই চিকিৎসক বোন

May 10, 2021, 20:37 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: করোনায় প্রায় ২ বছর অতিক্রান্ত। এখনও হেনস্থা হতে হচ্ছে চিকিৎসকদের। খাস কলকাতায় দমদমে প্রতিবেশীদের হাতেই আক্রান্ত দুই চিকিৎসক বোন। প্রতিবেশীরা তাদের বলেন, তাঁরা নাকি করোনা বয়ে নিয়ে এসেছে। এই মহামারীর সময় যখন চিকিৎসকরা লড়াই করছে প্রতিটি মানুষকে বাঁচাতে সেখানে চিকিৎসকদের আক্রান্ত হওয়ার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

2/7

অভিযোগ, চিকিৎসক দুই বোনকে ঘটি ছুঁড়ে মারা হয়। চিকিৎসক দুই বোনের এক বোন ঋতুপর্ণা বিশ্বাস ক্যান্সার হাসপাতালের চিকিৎসক। ঋতুপর্ণার ছোটো বোন দীপান্বিতা বিশ্বাস তিনিও পেশায় চিকিৎসক।

3/7

কর্ম সূত্রে দীপান্বিতা আর জি কর হাসপাতালের সাইক্রিয়াটিক ডিপার্টমেন্টে রয়েছেন। দমদম মল রোডের বাসিন্দা দুই চিকিৎসক বোন প্রত্যেকদিন হাসপাতালে যাওয়ার সময় গঞ্জনা শুনতেন প্রতিবেশীদের থেকে।

4/7

বিশেষত প্রতিবেশী অনিতা জয়সওয়ালের দিকেই অভিযোগের তির। ঋতুপর্ণা জানান, আজকে তাঁরা দুই বোন এক সঙ্গেই লিফটে করে নামছিলেন। তাঁদের বিল্ডিংয়েই থাকেন জয়সওয়াল পরিবার।

5/7

প্রত্যেকদিনই লিফটে উঠতে বাঁধা দেন তিনি। আজকেও একই অবস্থা হয়। সেই সময় তারা প্রতিবাদ করলে তাদের ঘটি ছুঁড়ে মারা হয়। 

6/7

আরও অভিযোগ, ঋতুপর্ণার ছোটো বোন দীপান্বিতা মোবাইলে ভিডিও করলে, তাঁর মোবাইল ছুঁড়ে ফেলে দেওয়া হয়।

7/7

এরপরই দমদম থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়।