এই ধরনের হেলমেট না পরলে বাইক নিয়ে বেরোতে পারবেন না রাস্তায়

Nov 28, 2020, 16:23 PM IST
1/4

নিজস্ব প্রতিবেদন: বাইক চালানোর সময় পরতে হবে বুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুমোদীত হেলমেট। যেখান সেখান থেকে হেলমেট কিনলে আর চলবে না। একমাত্র BIS সার্টিফাইড হেলমেট পরতে হবে। 

2/4

শুক্রবার কেন্দ্রের তরফে জানান হয়েছে,BIS সার্টিফাইড এবং ভারতে বিক্রি হেলমেটই পরতে হবে বাইক চালকদের। 

3/4

রোড ট্রান্সফোর্ট এবং হাইওয়ে মন্ত্রকের দেওয়া বিবৃতি অনুসারে, এই সিদ্ধান্ত দেশে নিম্নমানের  হেলমেট বিক্রি এড়াতে সহায়তা করবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে মারাত্মক জখমের ঝুঁকি সহায়তা করবে।  

4/4

BIS সার্টিফাইড ছাড়া অন্য হেলমেট পরলে জরিমানা করা হবে কিনা সে বিষয়ে এখনও কিছু বলা হয়নি। পাশাপাশি অন্য হেলমেট বিক্রি বন্ধ হবে কিনা সে বিষয়টিও স্পষ্ট করা হয়নি।