Same Sex Marriage: 'হাতটা ধরে থাকব সারাজীবন', কলকাতায় ফের বিবাহ-বন্ধনে আবদ্ধ সমপ্রেমী যুগল

May 22, 2023, 23:53 PM IST
1/8

রণয় তেওয়ারি: কলকাতায় ফের সমপ্রেমী বিয়ে! এবার চারহাত এক হল দুই তরুণীর।  'যতদিন বাঁচব বুকে আগলে রাখব মৌসুমীকে', বললেন মৌমিতা। 

2/8

প্রেম কি শুধু নারী ও পুরুষেই হয়? ভালোবেসে কি ঘর বাঁধতে পারেন না দু'জন পুরুষ কিংবা নারী? বিতর্কের শেষ নেই। এদেশে সমপ্রেমে বিয়ে এখনও আইনত স্বীকৃত নয়। মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে।

3/8

একজনের বাড়ি উত্তর ২৪ পরগনার বাগদায়, আর একজন চিংড়িঘাটার বাসিন্দা। বিয়ে করলেন মৌমিতা মজুমদার ও মৌসুমী দত্ত। 

4/8

বরবেশে বিয়ে আসরে হাজির হয়েছিলেন মৌমিতা। আর কনে, মৌসুমী। ভূতনাথ মন্দিরে রীতি মেনে হল সিদুঁরদান, মালাবদল। 

5/8

মৌসুমীর বিয়ে হয়েছিল আগেও। দুটো মেয়েও রয়েছে তাঁর। কিন্তু দাম্পত্য জীবনে সুখী ছিলেন না তিনি। বর নাকি মারধর করতেন! শেষে ছাড়াছাড়ি হয়ে যায় দু'জনের।

6/8

জি ২৪ ঘণ্টা-কে মৌমিতা জানালেন, সোশ্য়াল মিডিয়ার দৌলতেই মৌসুমীর সঙ্গে আলাপ। এরপর নিয়মিত কথাবার্তাও হত তাঁদের। প্রথমে বন্ধুই ছিলেন তাঁরা।

7/8

শেষে সেই বন্ধুত্ব বাঁক নেয় অন্যদিকে! মৌসুমীকে প্রপোজ করে মৌমিতা। রাজি হয়ে যান মৌসুমী। বিয়ের পর এখন বাগুইআটিতে একটি বাড়িতে একসঙ্গে থাকছেন তাঁরা।

8/8

বাগদার হেলেঞ্চায় বাবা-মা ও দাদা-বউদির সঙ্গে থাকতেন মৌমিতা। কিন্তু এই সম্পর্ক মেনে নেননি তাঁরা। এমনকী, বাড়ির ঢোকাও বারণ কলেজ পড়ুয়া ওই তরুণীরও। তাও প্রেমিকার হাত ছাড়তে নারাজ তিনি। 'আমার হাতটা ধরেই থাকব সারাজীবন',বলছেন মৌসুমীও।