ভেস্তে গেল অ্যাপ ক্যাব বৈঠক, প্রতিনিধিই পাঠাল না উবর

Dec 27, 2018, 14:59 PM IST
1/9

সরকারের মধ্যস্ততাতেও অ্যাপ ক্যাব বৈঠকে জট কাটল না।

2/9

 ওলা কর্তৃপক্ষ এলেও  বৈঠকে প্রতিনিধিই পাঠায়নি উবর।

3/9

শর্ত মানতে নারাজ ওলা ক্যাব ইউনিয়নও।

4/9

২৫ ডিসেম্বর থেকে তিনদিনের ধর্মঘটে যায় অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড।

5/9

অ্যাপ ক্যাবের জট খুলতে উদ্যোগ নিয়েছিল সরকার।

6/9

পরিবহণ ভবনে বৈঠক ডাকা হয়। তবে সেই বৈঠক নিষ্ফলাই রইল।

7/9

বেলা পৌনে তিনটে নাগাদ রুবি মোড়ে অবরোধ করেন ক্যাব চালকরা।

8/9

অ্যাপ ক্যাব চালকদের দাবি, যেখানে শহরের রাস্তায় হলুদ ট্যাক্সি ১৫ টাকা  মিটারে চলছে, সেখানে দাঁড়িয়ে ওলা-উবর চলছে ১০-১২ টাকা মিটারে।  তারপরও কোন কারণ ছাড়া  মালিকপক্ষ চালকদের বসিয়ে দিচ্ছে।

9/9

আরও অভিযোগ, ওলা ও উবর মালিক পক্ষের মদতেই পুলিস তাঁদের ওপর জুলুমবাজি করে।