এক লাফে দেশে বাড়ল করোনার নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা, মোট ৫৮

Jan 05, 2021, 14:34 PM IST
1/4

নিজস্ব প্রতিবেদন: বাড়ছে করোনা নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা। পুণের ল্যাবে নমুনা পরীক্ষা করে জানা গেল আরও ২০ জনের শরীরে মিলেছে করোনার নয়া স্ট্রেন। অর্থাৎ মোট ব্রিটেন ফেরতের  ৫৮ জনের শরীর থেকে মিলেছে নতুন স্ট্রেনের ভাইরাস।

2/4

বেঙ্গালুরুর NCBS InSTEMএর INSACOG ল্যাব ও CDFD হায়দরাবাদ ও ILS ভুবনেশ্বর এবং NCCS পুনেতে জিনোম সিকোয়েন্সের পর মিলেছে মিউটেন্ট ভাইরাসের খোঁজ। 

3/4

দিল্লিতে ১৯ , কলকাতায় ১, পুণে ২৫, হায়দরাবাদ ৩, বেঙ্গালুরুতে  ১০ জনের শরীরে মিলেছে করোনার নতুন স্ট্রেন। 

4/4

প্রসঙ্গত, ইতিমধ্যে দেশের হাতে করোনা দমনে দুটি অস্ত্র, COVAXIN ও COVISHIELD। দেশীয় টিকা হিসেবে আত্মনির্ভর ভারত গড়তে  নরেন্দ্র মোদী আশা রেখেছেন  COVAXIN এর উপর। পাশাপাশি, বিজ্ঞানীদের মতে করোনার নতুন স্ট্রেনের সঙ্গে লড়তে পারবে COVAXIN। তবে, DCGI-এর ডিরেক্টর বিজি সোমানি আশ্বস্ত করেছেন, দুটি ভ্যাকসিন ১০০ শতাংশ নিরাপদ।