Union Budget 2023: কারও 'কনফিউশন', কেউ বলছেন 'ঐতিহাসিক', বাজেটে মিশ্র প্রতিক্রিয়া
Feb 01, 2023, 19:08 PM IST
1/6
কনফিউশন বাজেট!
সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, পুরো কনফিউশন বাজেট! ভোটকে মাথায় রেখে বানানো এই বাজেট পুরোটাই বিভ্রান্তিকর।
2/6
বেসিক প্রশ্নের উত্তর মেলেনি!
কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, 'কিছু ভাল দিক থাকলেও মনরেগার কোনও উল্লেখ নেই। মৃল্যবৃদ্ধি, কর্মসংস্থান, শ্রমিকদের জন্যও কোনও ঘোষণা নেই। এই বাজেটে কিছু বেসিক প্রশ্নের উত্তর মেলেনি।'
3/6
মধ্যবিত্তের বাজেট!
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি আবার নরেন্দ্র মোদী ও নির্মলা সীতারামণের প্রশংসা করে বলেন, 'নারীশক্তি কীভাবে জাতিকে শক্তিশালী করে তোলে দেখাল আজকের বাজেট। এই বাজেট মধ্যবিত্তের জন্য।
4/6
শ্রমিক শ্রেণির জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত!
বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেন, এই বাজেট দরিদ্র অনগ্রসর শ্রেণির জন্য। এই বাজেটে শ্রমিক শ্রেণির জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের জন্য ৯ গুণ বেশি বাজেটের ব্যবস্থা। নাগরিকদের সুযোগ সুবিধা মিলবে।
5/6
মানুষের উপকারের বাজেট
বাজেটের প্রশংসায় পঞ্চমুখ মোদী। তাঁর কথায়, 'ঐতিহাসিক বাজেট। মহিলা, যুবদের উপর বিশেষ গুরুত্ব। মানুষের উপকার হবে।'
6/6
সুবিধাবাদী গরিব বিরোধী বাজেট
কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কড়া মন্তব্য, 'কোনও ভবিষ্যৎদর্শী নয়, পুরোটাই সুবিধাবাদী বাজেট। বাজেটে কোনও আশার আলো নেই। বাজেটে অমাবস্যার ঘোর অন্ধকার। বাজেটে বেকারদের জন্য কিছু নেই। গরিব বিরোধী বাজেট।'