১৫ অক্টোবর থেকে খুলছে সিনেমা হল, দর্শক ও হলগুলিকে মেনে চলতে হবে এইসব বিধিনিষেধ

Oct 06, 2020, 16:03 PM IST
1/6

সাত মাস বন্ধ থাকার পর আনলক ৫.০-তে ১৫ অক্টোবর থেকে খুলছে সিনেমা হল। তবে মাত্র পঞ্চাশ শতাংশ দর্শক নিতে পারবে হলগুলি। সামাজিক দূরত্ব বজায় রাখতে দর্শকদের মাঝে কয়েকটি সিট ফাঁকা রাখতে হবে। সোমবার এনিয়ে স্টান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রকাশ করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। কী রয়েছে সেই নির্দেশিকার-

2/6

সিনেমা হলগুলিকে বলা হয়েছে, ৫০ শতাংশের বেশি দর্শক নেওয়া যাবে না। দর্শকদের বসাতে হবে দূরত্ব বজায় রেখে। যেসব আসনে দর্শক বসানো হবে না সেখানে স্টিকার সাঁটিয়ে দিতে হবে। দর্শকদের মাস্ক পরে থাকতে হবে।

3/6

সিনেমা হলে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। দিতে হবে স্যানিটাইজার। দর্শকদের থার্মাল স্ক্য়ানিং করতে হবে। করোনা উপসর্গহীন লোকজনদেরই ঢুকতে দেওয়া যাবে। টিকিট কাটার ক্ষেত্রে ডিজিটাল লেনদেনের ওপরে জোর দিতে হবে।

4/6

টিকিট কাউন্টার নিয়মিত স্যানিটাইডজ করতে হবে। একের বেশি কাউন্টার খুলতে হবে যাতে ভীড় না হয়। টিকিট কাউন্টার সারাদিন খোলা রাখতে হবে। অ্যাডভান্স বুকিং নিতে হবে।

5/6

সিনেমা হলের ভেতরে একমাত্র প্যাকেটজাত খাবারই নিয়ে যাওয়া যাবে। হলের ভেতরে কোনও খাবার বিক্রেতাকে ঢুকতে দেওয়া হবে না। হল কর্মীদের জন্য গ্লাভস, বুট, মাস্ক, পিপিইর ব্যবস্থা করতে হবে।  

6/6

  হলের তাপমাত্রা ২৪-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। থুথু ফেলা একেবারেই নিষেধ। করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে কড়া শাস্তি।  দর্শকদের কনট্যাক্ট নম্বর নিয়ে রাখতে হবে।