UPSC Recruitment 2021: সরকারি চাকরির অফিসার পদে নিয়োগ, জেনে নিন আবেদন প্রক্রিয়া
Mar 18, 2021, 14:16 PM IST
1/6
নিজস্ব প্রতিবেদন: চলছে Union Public Service Commission (UPSC)পরীক্ষার আবেদন প্রক্রিয়া।
2/6
upsc.gov.in লিঙ্কে গিয়ে ভরতে হবে ফর্ম। জানা গিয়েছে, এবছর, Lady Medical Officer (Family Welfare), and one each for Principal Design Officer (Electrical), Ship Surveyor cum-Deputy Director General (Technical), এবং Assistant Architect, Office of Chief Architect পদের জন্য নিয়োগ করা হবে।
photos
TRENDING NOW
3/6
আবেদন করার শেষে দিন ১ এপ্রিল, রাত ১১,৫৯। অনলাইন পেমেন্টের শেষ সময় ২ এপ্রিল ১১.৫৯।
4/6
নূন্যতম বয়স হতে হবে ২১ বছর। সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছর। সংরক্ষিত আসনের জন্য ছাড় মিলবে।
5/6
স্বীকৃতিপ্রাপ্ত যে কোনও বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
6/6
প্রিলিমিনারি পরীক্ষা হবে পেপার ওয়ান এবং পেপার টু। ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর পেতে হবে।