Urfi Javed Photo: 'টাকার দরকার ছিল, অনেক জঘন্য চরিত্রে, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছি' আফসোস উর্ফির

Apr 07, 2022, 14:54 PM IST
1/6

বিতর্কিত

Controversial Urfi

নিজস্ব প্রতিবেদন: উর্ফি তাঁর জামাকাপড়ের জন্য সবসময় বিতর্কের মুখে পড়েন। তবে ছোটপর্দায় বেশ কয়েকটি ধারাবাহিকে বিশেষ চরিত্রে দেখা গেছে তাঁকে।   

2/6

অভিজ্ঞতা

Experience

সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্ফি তাঁর কেরিয়ারের প্রথম শুটিংয়ের কথা মনে করে আফসোস করেছেন।   

3/6

কেরিয়ারের শুরুতে...

career starts after shool

উর্ফি বলেন, স্কুল পাস করে কলেজে পা রেখেই তিনি কাজ খুঁজতে শুরু করেন। একের পর এক অডিশন দিতে থাকেন।   

4/6

প্রথম অডিশন

audition

প্রথম অডিশন দিতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন উর্ফি। তিনি গিয়েছিলেন মুখ্য চরিত্রের জন্য অডিশন দিতে, কিন্তু তাঁকে অফার করা হয় একটি পার্শ্ব চরিত্রের।   

5/6

প্রথম শুট

First Day Shoot

মাত্র একদিনের শুটে উর্ফিকে পরিচালক প্রথমেই বলেন, সিনে তাঁর সঙ্গে একটা ছেলে থাকবে, তার উপর উর্ফিকে শুয়ে পড়তে হবে।   

6/6

আফসোস

Regrets

ঐ শুটিংয়ে মাত্র ২৫০০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন উর্ফি। সেইসব শুটিংয়ের কথা মনে করে উর্ফি বলেন 'টাকার জন্য কত খারাপ চরিত্রে কাজ করেছি। এখন ভাবলে আফসোস হয়।'