মার্কিন মুলুকে মৃত্যু মিছিল এখনও অব্যাহত। করোনা সংক্রমনের সংখ্যা প্রায় বাইশ লক্ষ ছুঁইছুঁই। তার মধ্যেই প্রায় নির্ধারিত সূচি মেনেই ইউ ওপেন আয়োজনের পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশন।
2/5
একসপ্তাহ পিছিয়ে ৩১ অগাস্ট থেকে শুরু হতে পারে এবারের ইউ এস ওপেন। আগে ২৪ অগাস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল বছরের শেষ গ্র্যান্ডস্লাম।
photos
TRENDING NOW
3/5
মার্কিন যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশনের পরিকল্পনা অনুমোদনের অপেক্ষায় রয়েছে ATP আর WTA। একইসঙ্গে টুর্নামেন্ট আয়োজনের জন্য স্থানীয় প্রশাসন আর স্বাস্থ্যমন্ত্রকের অনুমতিও প্রয়োজন।
4/5
নিউইয়র্কে সব ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। গত বছর প্রায় সাড়ে সাত লক্ষ দর্শক ইউ এস ওপেন দেখার জন্য় স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন।
5/5
করোনা ভাইরাসের ধাক্কায় মার্চ মাস থেকে বন্ধ পেশাদার টেনিস টুর্নামেন্ট। বাতিল হয়েছে উইম্বলডন। সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গেছে ফরাসি ওপেন। অগস্টে ইউ এস ওপেন হলেও,তারকা খেলোয়াড়রা মেগা এই টুর্নামেন্টে খেলার ব্যাপারে কতটা সাড়া দেবেন,তা নিয়ে সংশয় থাকছেই।