1/8
শেষজন
2/8
ক্রিস্টোফার টি ডোনাহুয়ে
photos
TRENDING NOW
3/8
সেনা প্রত্যাহার
4/8
ইতিহাস সৃষ্টিকারী
5/8
এয়ারবোর্ন ডিভিশনের কম্যান্ডিং জেনারেল
6/8
সেকেন্ড লেফটেন্যান্ট
7/8
দক্ষিণ কোরিয়ায়
কর্মজীবনের প্রথম কয়েক বছর দক্ষিণ কোরিয়ায় আমেরিকার সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি শাখায় কর্মরত ছিলেন ক্রিস্টোফার। পরবর্তীকালে অবশ্য বিভিন্ন দেশে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। জীবনের ঝুঁকি নিয়েই কাজ করেন অকুতোভয় এই সেনা অফিসার। একাধিকবার কাজের স্বীকৃতিও পেয়েছেন। নিজের পরিবার-পরিজন ভুলে এতদিন আফগানিস্তানের মাটিতে পড়ে ছিলেন ক্রিস্টোফার।
8/8
নানা পদে সফল
দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন ক্রিস্টোফার। কখনও স্কোয়াড্রন অপারেশন অফিসার, কখনও স্কোয়াড্রন এগজিকিউটিভ অফিসার। কখনও ট্রুপ কম্যান্ডার, সিলেকশন অ্যান্ড ট্রেনিং ডিটাচমেন্ট কম্যান্ডার, অপারেশন অফিসার, ডেপুটি কম্যান্ডার বা ইউনিট কম্যান্ডার। কাজের মধ্যেও পড়াশোনা চালিয়ে গিয়েছেন। স্নাতক হওয়ার ২১ বছর পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন তিনি। ২০১৩ সালে আর্মি ওয়্যার কলেজের ফেলোশিপ নিয়ে ওই ডিগ্রি অর্জন করেন তিনি।
photos