Uterus: সবসময় পেট ভার? বড় বিপদের ইঙ্গিত নয় তো!
সামান্য কিছু ঘটনাও মাঝে মধ্যে ডেকে আনতে পারে অনেক বড় বিপদ। বর্তমানে মহিলাদের বাড়ি-অফিস সামলে নিজেদের জন্য একটুও সময় থাকে না। তাই সিস্ট, ফাইব্রয়েড, টিউমারের মতো ঘটনা খুব সাধারণ হয়ে গিয়েছে।
1/9
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আপনার কি সবসময় পেট ভার থাকে কিংবা একদমই খিদে পায় না! আপনি যদি মহিলা হন তাহলে অতি সাধারণ সমস্যা ভেবে এটিকে এড়িয়ে যাবেন না। সামান্য কিছু ঘটনাও মাঝে মধ্যে ডেকে আনতে পারে অনেক বড় বিপদ। বর্তমানে মহিলাদের বাড়ি-অফিস সামলে নিজেদের জন্য একটুও সময় থাকে না। তাই সিস্ট, ফাইব্রয়েড, টিউমারের মতো ঘটনা খুব সাধারণ হয়ে গিয়েছে। কিন্তু আগে থেকে সমস্যা ধরা পড়লে, ভুগতেও কম হয়। খুব সাধারণ ৭ টি লক্ষণ এই সমস্যাগুলির উপসর্গ হতে পারে...
2/9
কোমরে ব্যথা
সারাদিন খুব ধকল গেলে, শোয়ার সমস্যা হলে, গ্যাস হলে আরও নানা কারণে কোমরে ব্যথা হতে পারে। কিন্তু জরায়ুতে ফাইব্রইয়েড হলে এই সমস্যাটি প্রকটভাবে দেখা যায়। জরায়ুতে ফাইব্রয়েড অর্থাৎ একটি অযাচিত মাংস পিণ্ডের উদয় হলে, তা পিঠের নীচের অংশের পেশী ও স্নায়ুতে চাপ দেয়। ফলে, পিঠে, কোমরে ব্যথা হওয়া রোজকারের ঘটনা হয়ে যায়।
photos
TRENDING NOW
3/9
মূত্রাশয়ে সমস্যা
4/9
পেট ব্যথা ও পেট ফুলে থাকা
5/9
অতিরিক্ত রক্তপাত
6/9
মলদ্বারে অতিরিক্ত চাপ অনুভব
7/9
পেলভিকে ব্যথা অনুভব হয়
8/9
বন্ধ্যাত্ব
9/9
photos