কারা পাবেন বিনামূল্যে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা! দেখে নিন...

Aug 15, 2018, 22:18 PM IST
1/10

1

1

জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের এই ‘আয়ুষ্মান ভারত’-এর সুযোগ-সুবিধা আপাতত পেতে চলেছে ১০ কোটিরও বেশি গরিব পরিবার। আগামী ২৫ সেপ্টেম্বর থেকেই ভারতে চালু হচ্ছে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প। আসুন দেখে নেওয়া যাক, ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় কারা এবং তাঁরা কী কী সুবিধা পাবেন...

2/10

2

2

বছরে প্রতিটি পরিবারের চিকিৎসার জন্য পাবে সর্বাধিক ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা।

3/10

3

3

শুধুমাত্র তাঁরাই এই প্রকল্পের আওতায় আসবেন, গ্রামে যাঁদের বাড়িতে কাঁচা দেওয়াল আর কাঁচা ছাদের একটি মাত্র ঘর রয়েছে।

4/10

4

4

যে পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়সী কোনও সাবালক নেই বা যে পরিবার কোনও মহিলার উপর্জনের উফর নির্ভরশীল, তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন।

5/10

5

5

যে পরিবারের একাধিক সদস্যই প্রতিবন্ধী এবং পরিবারে শারীরিক ভাবে সক্ষম কোনও সাবালক নেই, তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন।

6/10

6

6

যাঁরা গরিব তফশিলি জাতি বা গরিব তফশিলি উপজাতি সম্প্রদায়ের, তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন।

7/10

7

7

যাঁরা দিনমজুরের কাজ করেন বা নির্দিষ্ট কোনও রুজি-রোজগার নেই বা যাঁদের কোনও স্থায়ী জমি, ঠিকানা বা আস্তানা নেই, তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন।

8/10

8

8

প্রকল্পের আওতায় থাকলে হাসপাতালে থাকার যাবতীয় খরচই সরকার বহন করবে। শুধু তাই নয়, প্রকল্পের আওতায় থাকলে নির্দিষ্ট বেশ কিছু বেসরকারি হাসপাতালগুলিতেও চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করানোর যাবতীয় খরচ সরকারই বহন করবে।

9/10

9

9

প্রকল্পের আওতায় থাকা পরিবারগুলিকে একটি ‘আয়ুষ্মান ভারত’ কার্ড দেওয়া হবে। হাসপাতালে গিয়ে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করানোর সময় সেই কার্ড রোগীকে সঙ্গে রাখতে হবে।

10/10

10

10

কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক আর্থ-সামাজিক জাতপাত ভিত্তিক জনগণনা বা সোশিও-ইকনমিক কাস্ট সেন্সাস-এ নথিভুক্ত তথ্যের ভিত্তিতেই নির্ধারিত হবে, কারা এই সুবিধা পাবেন।