গর্ভবতী মহিলাদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল!

Jul 30, 2018, 10:08 AM IST
1/6

1

1

সন্তানের জন্মের আগে ও পরে বেশিরভাগ মহিলাদেরই হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে! মায়ো ক্লিনিক নামে এক মার্কিন পত্রিকায় সম্প্রতি প্রকাশিত হয়েছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

2/6

2

2

এই রিপোর্টে দাবি করা হয়েছে, অতিরিক্ত পরিমাণে মানসিক ও শারীরিক চাপ গর্ভবতী মহিলাদের শরীর ও হৃদয়কে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে।

3/6

3

3

মানসিক চাপ, খাবারের অনিয়ম, অকারণে ঝুঁকি নেওয়ার প্রবণতা— এই সবই গর্ভবতী মহিলাদের হার্টের ক্ষতি করতে পারে।

4/6

4

4

গবেষণায় জানা গিয়েছে, আমেরিকায় হাসপাতালে ৪৯,৮২৯,৭৫৩ শিশুর জন্মের ক্ষেত্রে ১,০৬১ মহিলার মৃত্যু হয় সন্তান প্রসবের সময়।

5/6

5

5

এই রিপোর্টে দাবি করা হয়েছে, ২,৩৯০ মহিলাদের মধ্যে গর্ভধারণের পর হৃদরোগের সমস্যা দেখা দেয়। এদের মধ্যে ৯২২ মহিলার শিশুর জন্মের আগেই হার্টের সমস্যা দেখা দেয়।

6/6

6

6

এই মার্কিন রিপোর্টের আরও দাবি, যে সমস্ত মহিলাদের ডায়বিটিসের সমস্যা রয়েছে, তাঁদের হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। সন্তান প্রসবের আগে ও পরে উপযুক্ত সতর্কতা এবং চিকিত্সকের পরামর্শে এই ঝুঁকি অনেকাংশেই এড়ানো যেতে পারে বলে মত গবেষকদের।