1/6
চক্ষুদান
2/6
বসতি স্থাপন
photos
TRENDING NOW
3/6
পলাশীর যুদ্ধের পরে
১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের পরে নবকৃষ্ণ দেব শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজোর সূচনা করেছিলেন। এই পুজোর ইতিহাসেই রয়েছে ইংরেজ-যোগ। রবার্ট ক্লাইভের পলাশীজয়ের উদযাপনেই আসলে শোভাবাজার রাজবাড়িতে দুর্গা পুজোর শুরু। সিরাজের বিরুদ্ধে ইংরেজদের জয়ে নবকৃষ্ণ দেব সাহায্য করেছিলেন। তাই ইংরেজদের জয় উদযাপন করতেই নবকৃষ্ণ তাঁর বাড়িতে দুর্গা পুজো শুরু করেন।
4/6
বনেদি পুজো
5/6
রামকৃষ্ণ-বিবেকানন্দ যোগ
6/6
ঐতিহ্যের পুজো
এই রাজবাড়ির দেবীমূর্তির রয়েছে এক বৈশিষ্ট্য। এ বাড়িতে মা বৈষ্ণবীরূপে পূজিতা হন। পুজোর অন্নভোগ হিসেবে গোটা আনাজ, গোটা ফল, চাল, মতিচুর, গজা-সহ বাড়িতে বানানো ৩৩ রকমের মিষ্টান্ন ভোগ দেওয়া হয় মা-কে। কামানের তোপ দেগে সে যুগে শুরু হত সন্ধিপুজো। রাজা নবকৃষ্ণ দেবের আমল থেকেই উল্টোরথের দিন কাঠামো পুজো। রূপোর কারুকাজ করা সোনার সিংহাসনে মা দুর্গাকে বসানো হত। সেই সময় রাজবাড়িতে পশুবলির চলও ছিল। আগে দশমীর দিন নীলকন্ঠ পাখি উড়িয়ে প্রতিমা নিরঞ্জন হত। এখন সে প্রথাও বন্ধ।
photos