1/6
জয়চণ্ডী মন্দির
2/6
ঘনজঙ্গল
photos
TRENDING NOW
3/6
শবরযুবকের পুজো
সেটি নিয়ে যুবকটি বাড়ি ফিরে আসেন। কিন্তু সকালে উঠে তিনি সেই মূর্তি আর বাড়িতে খুঁজে পান না। কী মনে করে খুঁজতে-খুঁজতে যেখান থেকে মূর্তিটি পেয়েছিলেন জঙ্গলের ওই জায়গায় ফিরে যান এবং দেখেন দেবীমূর্তি একই রকমভাবে ওখানেই অবস্থান করছেন। আশ্চর্য হন এবং মূর্তিটি আবার সংগ্রহ করেন। সেদিনই ওই শবর যুবক স্বপ্নাদেশ পান, ওই জায়গাতেই মায়ের পুজো করতে হবে। জঙ্গলের ফুল ফলেই হবে পুজা। পুজো করবেন শবর দেহুরী অর্থাৎ শবর পুরেহিতেরা। সেই মত শুরু হয় দেবীপুজো।
4/6
নির্বিঘ্ন পূজা
গোল বাঁধে এলাকার ব্রাহ্মণ সমাজে। ব্রাহ্মণ থাকতে পুজো করবে শবররা? এ হতে পারে না। ব্রাহ্মণরা মাতৃমূর্তি তুলে নিয়ে চলে আসেন গ্রামে। নতুন করে প্রতিষ্ঠা করা হয় মাকে। কিন্তু অদ্ভুত ব্যাপার ঘটে। মা কিছুতেই পুজো নেন না। শেষে ফের জঙ্গলে (বর্তমান স্থানে) মন্দির করে ব্রাহ্মণরা মায়ের পুজোর চেষ্টা করেন। তাতেও ব্যর্থ হন। তখন ব্রাহ্মণরা শবরদেরই পুজো করতে বলেন। শবরেরা পুজো শুরু করতে কোনো বাধাবিঘ্ন ছাড়াই পুজো হয়।
5/6
পূজক থেকে ঘাতক
6/6
পুজোর পসরা
photos