উদ্ধার আরও ৫, জোরকদমে চলছে তিনটি টানেলে আটকে পড়া মানুষের খোঁজ

Feb 14, 2021, 11:47 AM IST
1/4

নিজস্ব প্রতিবেদন: উত্তরাখণ্ডে উদ্ধার আরও ৫ জনের দেহ। হিমবাহ ভেঙে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৩। এখনও সুড়ঙ্গের মধ্যে আরও কয়েকজনের দেহ আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। জোর কদমে চলছে উদ্ধারকার্য।   

2/4

তপোবন-বিষ্ণুগড় আটকে থাকার আশঙ্কা প্রায় ৩০ জনের। যার মধ্যে রবিবার সকালে মিলেছে আরও ৫ জনের দেহ।   

3/4

সরকারের প্রকাশিত তথ্য অনুসারে নিখোঁজ প্রায় ১৬০ জন। তবে যাঁরা আটকে রয়েছেন, তাঁদের প্রত্যেকের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। 

4/4

উল্লেখ্য, উত্তরাখণ্ডে হিমবাহ ভেঙে যাওয়ার পর অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীতে জলচ্ছাস দেখা দিয়েছিল। যার ঝাপটায় দু’টি বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। কর্মরত শ্রমিকদের ভাসিয়ে নিয়ে চলে যায়। এখন তিনটি টানেলে আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ চালানো হচ্ছে। পাইপ ও ক্যামেরা সুড়ঙ্গের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে  আটকে থাকা মানুষের খোঁজ করা হচ্ছে।