সপ্তাহে দুদিন সম্পূর্ণ লকডাউন। বাকি পাঁচটা দিনে কিন্তু ছাড় রয়েছে। কিন্তু এই দু’দিনের লকডাউনের কথা মাথায় রেখেই একেবারে রান্নাঘরের সবজি তাক গুছিয়ে রাখতে ব্যস্ত মধ্যবিত্তরা। আর এদিকে আগুনছোঁয়া সবজির দাম।
2/4
মানিকতলা বাজারে গিয়ে দেখা যায় আলু ৩০টাকা, পেঁয়াজ ২৫ টাকা, লঙ্কা ২০০টাকা, পটল ৫০টাকা , বেগুন ৮০টাকা , টমেটো ১০০টাকা, ফুলকপি ৩০ টাকা কেজি।
photos
TRENDING NOW
3/4
বাজারের এই দর দেখে তো নাভিঃশ্বাস উঠছে ক্রেতাদের। বিক্রেতাদের দাবি, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটায় সবজির দাম বেড়েছে। তারমধ্যে ট্রেন না চলায় দাম আরও বেড়েছে।
4/4
যারা ঠেলা নিয়ে বাড়িতে বিক্রি করতে যাচ্ছেন, সেখানে আরও দাম দিয়ে জিনিস কিনতে হচ্ছে।