আর কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়তে চলেছে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় 'বুলবুল'

Nov 09, 2019, 16:05 PM IST
1/6

আছড়ে পড়তে চলেছে বুলবুল

আছড়ে পড়তে চলেছে বুলবুল

আর কিছুক্ষণেই মধ্যেই উপকূলে আছড়ে পড়তে চলেছে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল।

2/6

আছড়ে পড়তে চলেছে বুলবুল

আছড়ে পড়তে চলেছে বুলবুল

এই মুহূর্তে সাগরদ্বীপ থেকে ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে ভয়াবহ বুলবুল। কলকাতা থেকে ঘূর্ণিঝড়ের অবস্থান ১৮৫ কিলোমিটার দূরে।  

3/6

আছড়ে পড়তে চলেছে বুলবুল

আছড়ে পড়তে চলেছে বুলবুল

বুলবলের দাপটে ইতিমধ্যেই বিপর্যস্ত সুন্দরবনের ঝড়খালি। সন্ধ্যা ৮ থেকে ১১টার মধ্যে আছড়ে পড়বে বুলবুল।

4/6

আছড়ে পড়তে চলেছে বুলবুল

আছড়ে পড়তে চলেছে বুলবুল

হিঙ্গলগঙ্গে উত্তাল হয়ে উঠেছে ইছেমতী নদী। সুনসান হিঙ্গলগঞ্জ সেতু। পাড়ে কোনও নৌকা বাঁধা দেখতে পাওয়া যাচ্ছে না। 

5/6

আছড়ে পড়তে চলেছে বুলবুল

আছড়ে পড়তে চলেছে বুলবুল

উপকূল এলাকা থেকে ৮৪ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

6/6

আছড়ে পড়তে চলেছে বুলবুল

আছড়ে পড়তে চলেছে বুলবুল

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সন্ধ্যে ৬টা থেকে উপকূলে হাওয়ার দাপট বাড়বে। ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।