EXPLAINED | Virat Kohli | IPL 2025: তিনি আন্তর্জাতিক টি-২০ খেলবেন না, তো কী! মাঠে নামার আগেই IPL রেকর্ডে ইতিহাস রাজার

 Virat Kohli History In IPL: আইপিএলে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস লিখলেন বিরাট কোহলি! মাঠে নামার আগেই করলেন রেকর্ড  

Nov 01, 2024, 12:55 PM IST
1/6

আইপিএল রিটেনশন

IPL 2025 Retention

৩১ অক্টোবর অর্থাত্‍ গত বৃহস্পতিবার, বিকেলের ভিতর ১০ দলকে খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা দিতে হত। বিসিসিআই-এর নির্দেশ মতোই সকল ফ্র্য়াঞ্চাইজি রিটেনশন লিস্ট জমা দিয়ে দিয়েছে। 

2/6

আরসিবি-র রিটেনশন তালিকা

RCB IPL 2025 Retention List

রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু মাত্র তিন ক্রিকেটারকে ধরে রেখেছে এবার। তাঁরা হলেন বিরাট কোহলি,রজত পতিদার ও যশ দয়ালকে। বিরাটকে আরসিবি দিচ্ছে ২১ কোটি টাকা! রজত পাবেন ১১ কোটি টাকা। এখনও পর্যন্ত দেশের হয়ে না খেলা যশের পকেটে ৫ কোটি টাকা। 

3/6

আইপিএলে কোহলির বিরাট রেকর্ড

Virat Kohli IPL Record

বিরাট আইপিএল রিটেনশনে ইতিহাস লিখলেন। প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে লিগে ২০ কোটি টাকার উপর অর্থ পেলেন। এর আগে গতবার নিলামে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (২০.৫০ কোটি টাকা) ও মিচেল স্টার্ক (২৪.৭৫ কোটি টাকা) ২০ কোটি টাকার উপর পারিশ্রমিক পেয়েছিলেন।

4/6

আরও তিন বছরের জন্য় আরসিবি-তে বিরাট

 Virat Kohli After Retention

'আমাকে তিন বছরের জন্য় ধরে রাখল আরসিবি। আগামী বছর থেকে যা শুরু হচ্ছে। আমি দারুণ রোমাঞ্চিত। এক বিশেষ সম্পর্ক আরও দৃঢ় হতে চলেছে। তিন বছর পর আমার আরসিবি-তে ২০ বছর হবে। তখন সেই অনুভূতি আরও বিশেষ হবে। আমি কখনও ভাবিনি, একটি টিমের হয়ে এত বছর খেলব।'  

5/6

বিরাট ফের অধিনায়কের আসনে

Virat Kohli Again RCB Captain

আরসিবি ফাফ দু প্লেসিসকে ছেড়ে দিয়েছে। তারা শুভমন গিলকে চেয়েছিল দলে। কিন্তু সেটাও হয়নি। ফলে ফের ছেড়ে আসা আসনেই বিরাজমান হচ্ছেন বিরাট। অর্থাত্‍ কিং কোহলি আগামী মরসুমে বেঙ্গালুরুর অধিপতি হবেন বলেই রিপোর্ট।

6/6

আরসিবি অধিনায়ক হিসাবে কোহলির মেয়াদ

 Virat Kohli As RCB Captain

কোহলি ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত আরসিবি-কে নেতৃত্ব দিয়েছিলেন, এই ৯ মরসুমের মধ্যে চারবার প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করেছিল লাল বাহিনী। কিন্তু কখনও ট্রফি জেতাতে পারেননি বিরাট। তবে ২০১৬ সালে  আরসিবি একেবারে ট্রফির কাছাকাছি চলে এসেছিল। কিন্তু ফাইনাসে সানরাইজার্স হায়দরবাদের কাছে আট রানে হারতে হয়েছিল।