বিরাটই বিশ্বের এক নম্বর, দশে এসে কেরিয়ার শেষ করলেন কুক

Sep 13, 2018, 10:52 AM IST
1/7

১০ ইনিংস ৫৯৩ রান। গড় ৫৯.৩। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১-এ সিরিজ হারার পর ও অবিশ্বাস্য ব্যাটিং পারফরম্যান্সের দৌলতে আইসিসি তালিকায় এক নম্বরেই রইলেন বিরাট কোহলি।

2/7

পতৌদি সিরিজ শুরুর আগে স্টিভ স্মিথের থেকে ২৭ পয়েন্টে পিছিয়ে ছিলেন বিরাট। সিরিজ শেষে তিনি স্মিথকে পিছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছেন।

3/7

ওভালের দ্বিতীয় ইনিংসে ১৪৯ রানের অনবদ্য শতরানের দৌলতে আইসিসি তালিকায় ১৯ থেকে ১৬ নম্বরে পৌঁছলেন ভারতীয় ওপেনার  লোকেশ রাহুল।

4/7

ওভালের দ্বিতীয় ইনিংসে শতরানের (১১৪) সুবাদে ১১১ থেকে একবারে ৬৩-তে চলে এসেছেন ভারতীয় উইকেট কিপার ঋষভ পন্থ।

5/7

ওভালে নিজের জীবনের শেষ আন্তর্জাতিক ইনিংসে শতরানের দৌলতে আইসিসি তালিকার দশ নম্বরে এসে কেরিয়ারের ইতি করতে পারলেন অ্যালিস্টার কুক। এই বিরল সৌভাগ্য সচিন-রাহুল-পন্টিংয়েরও হয়নি।

6/7

অতীতে সচিন-রাহুল কেরিয়ার শেষ করেছেন আইসিসি তালিকার ১৮ নম্বরে থেকে।

7/7

পন্টিংয়ের কেরিয়ার শেষ হয়েছে আইসিসি তালিকার ২৬ নম্বরে থেকে।