বাড়ছে আশঙ্কা! শ্রীলঙ্কার বিরুদ্ধে বাদ পড়তে পারেন বিরাট কোহলি

Jul 03, 2019, 16:14 PM IST
1/5

নির্বাসন হতে পারে কোহলির

নির্বাসন হতে পারে কোহলির

এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন বিরাট কোহলি। বিশ্বকাপ সেমিফাইনালের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাদ পড়তে পারেন ভারতীয় অধিনায়ক! 

2/5

নির্বাসন হতে পারে কোহলির

নির্বাসন হতে পারে কোহলির

বিশ্বকাপে দুই ম্যাচে আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়েছেন বিরাট। দুবারই টিভি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন কোহলি। এর আগে আফগানিস্তানের বিরুদ্ধে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা দিয়েছেন কোহলি। এবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে একই কাণ্ড ঘটালেন। 

3/5

নির্বাসন হতে পারে কোহলির

নির্বাসন হতে পারে কোহলির

মহম্মদ শামির ১২তম ওভারে সৌম্য সরকারের এলবিডব্লিউ-র আপিল করে ভারতীয় দল। মাঠে থাকা আম্পায়ার নট আউট দেন। কোহলি এর পর রিভিউ আপিল করেন। রিভিউ আপিল খারিজ করেন পাকিস্তানের আম্পায়ার আলিম দার। তার পরই তর্কে জড়ান কোহলি। 

4/5

নির্বাসন হতে পারে কোহলির

নির্বাসন হতে পারে কোহলির

আইসিসির ধারা-১ ভাঙার জন্য একজন ক্রিকেটারকে ম্যাচ ফি'র সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা দিতে হয়। এছাড়া সর্বোচ্চ একটি বা দুটি ডেমেরিট পয়েন্ট যোগ হয় তাঁর নামের পাশে। কোনও ক্রিকেটার দুই বছরের মধ্যে চারটি ডেমেরিট পয়েন্ট পেলে তাঁকে এক ম্যাচের নির্বাসনের শাস্তি দেওয়া হয়। 

5/5

নির্বাসন হতে পারে কোহলির

নির্বাসন হতে পারে কোহলির

কোহলি ইতিমধ্যে দুটি ডেমিরিট পয়েন্ট পেয়েছেন। একটি  ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে। আরেকটি বিশ্বকাপ আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে আম্পায়ারের সঙ্গে এমন আচরণের জন্য কোহলি আরও দুটি ডেমিরিট পয়েন্ট পেলে তাঁর শ্রীলঙ্কা ম্যাচে খেলা হবে না।