১৩৯ টাকার প্ল্যানে ডেটার পরিমাণ বাড়াল Vodafone

Jul 09, 2019, 12:24 PM IST
1/5

ভোদাফোন ও এয়ারটেলের এই প্যাকগুলির ব্যাপারে সংস্থার ওয়েবসাইটে জানা গেছে। 

2/5

১২৯ টাকার প্রিপেড প্ল্যানেও অতিরিক্ত ডেটা দিচ্ছে Vodafone। এত দিন এই প্ল্যানে ১.৫ জিবি ডেটা ব্যবহার করা যেত। এখন এই প্ল্যানে দিনে ২ জিবি ডেটা দেবে Vodafone সঙ্গে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কলের সুবিধা। মিলবে ৩০০টি এসএমএস। প্যাকটির ভ্যালিডিটি ২৮ দিন।   

3/5

সম্প্রতি ১৪৮ টাকার প্রিপেড প্ল্যানও লঞ্চ করেছে Airtel। এই প্ল্যানে মোট ৩ জিবি ডেটা পাওয়া যাবে। সঙ্গে মিলবে Airtel TV ও Wynk Music-এর সাবস্ক্রিপশান। 

4/5

এ বার এই প্যাকে ডেটার পরিমাণ বাড়াল Vodafone। ১৩৯ টাকার রিচার্জে এখন ৩ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। সঙ্গে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কলের সুবিধা। মিলবে ৩০০টি এসএমএস। প্যাকটির ভ্যালিডিটি ২৮ দিন। 

5/5

চলতি বছর এপ্রিলে ১৩৯ টাকার প্রিপেড প্ল্যান এনেছিল Vodafone। সেই সময়ে এই প্ল্যানে ৫ জিবি ডেটা দিচ্ছিল সংস্থা। কিন্তু তার পরে ডেটার পরিমাণ কমিয়ে ২ জিবি করে দেওয়া হয়।