জেগে উঠেছে আগ্নেয়গিরি, বিকট শব্দে ছিটকে বের হচ্ছে লাভা পাথর

Apr 11, 2021, 19:47 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট ভিনসেন্টে সুপ্ত  আগ্নেয়গিরি থেকে শুরু হয়েছে অগ্ন্যুৎপাত। বৃহস্পতিবার থেকে লাভা উদগীরণ শুরু হয়। ছাই এবং ধোঁয়ায় ছেয়ে গিয়েছে দ্বীপটি।

2/6

লা সুফ্রিয়েরে নামে ওই আগ্নেয়গিরিটি কয়েক দশক ধরে সুপ্ত ছিল। তাই আগ্নেয়গিরিকে ডট কেয়ারের তালিকায় রেখেছিল। কিন্তু আচমকাই অগ্নুৎপাতের  কারণে শঙ্কিত গোটা দ্বীপ। ঘরছাড়া একাধিক মানুষ। 

3/6

জানা গিয়েছে, দশকের পর দশক ধরে আগ্নেয়গিরিটি নিস্ক্রিয় ছিল। তাই হঠাৎ উদগিরণে চাঞ্চল্য ছড়িয়েছে। গলগল করে বের হচ্ছে কালো ধোঁয়া, লাভা, আগুন, ছিটকে ছিটকে বের হচ্ছে পাথর। কেঁপে উঠছে মাটি। বিকট শব্দে বিস্ফোরিত হচ্ছে পাহাড়ের গহ্বর।

4/6

তবে গত বছর সক্রিয়তার ইঙ্গিত দিয়েছিল। গর্জন করে উঠেছিল বেশ কয়েকবার। এর আগে ১৯৭৯ সালে শেষবার আগ্নেয়গিরি তাণ্ডব দেখায়।এর আগে ১৯০২ সালে ভয়াবহ আকার নিয়েছিল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট ভিনসেন্ট দ্বীপের এই পাহাড়।   

5/6

6/6