'দিল বেচারা'-র শুটিংয়ে আপনার সঙ্গে সুশান্ত কখনও খারাপ ব্যবহার করেছেন? প্রশ্ন শুনে যা বললেন স্বস্তিকা

Jul 27, 2020, 14:59 PM IST
1/8

১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর গত শুক্রবার মুক্তি পায় প্রয়াত অভিনেতার শেষ সিনেমা দিল বেচারা (ছবি স্বস্তিকার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে নেওয়া)

2/8

পরিচালক মুকেশ ছাবড়ার এই ছবিতে সুশান্তের সঙ্গে অভিনয় করেন স্বস্তিকা মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় এবং সঞ্জনা সাঙ্ঘি। দিল বেচারায় সঞ্জনা সাঙ্ঘির মায়ের ভূমিকায় অভিনয় করেন স্বস্তিকা 

3/8

দিল বেচারার শ্যুটিংয়ে মাঝে সুশান্ত কি কখনও স্বস্তিকার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন? সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে এমন প্রশ্নের উত্তরে স্বস্তিকা স্পষ্ট জানান, সুশান্ত কখনও তাঁর সঙ্গে কোনও ধরনের খারাপ ব্যবহার করেননি 

4/8

শুধু তাই নয়, দিল বেচারায় সঞ্জনা মায়ের ভূমিকায় তিনি অভিনয় করেন। ফলে বেশিরভাগ সময় সঞ্জনার সঙ্গেই সময় কাটাতেন তিনি। সুশান্তের ব্যবহারে সঞ্জনার অসুবিধা হচ্ছে মানিয়ে নিতে, এমন কখনও কোনও পরিস্থিতি এসেছে বলে চোখে পড়েনি তাঁর 

5/8

শ্যুটিংয়ের মাঝে সেটের মধ্যে সব সময় বন্ধুত্বের পরিবেশ থাকত। যেখানে একসঙ্গে গল্প করা থেকে শুরু করে খাওয়াদাওয়া সবই হত বলে সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে জানান স্বস্তিকা 

6/8

দিল বেচারার শ্যুটিং চলাকালীন কখনও কোনও খারাপ ব্যবহার কোনও অভিনেতা, অভিনেত্রীর সঙ্গে হয়েছে বলে তাঁর চোখে পড়েনি। যদি এমন কোনও ঘটনা ঘটত, তাহলে অবশ্যই তাঁর চোখে পড়ত বা তিনি কিছু আঁচ করতে পারতেন বলেও জানান স্বস্তিকা 

7/8

এদিকে দিল বেচারার শ্যুটিংয়ের সময় সঞ্জনা সঙ্ঘির সঙ্গে সুশান্ত খারাপ ব্যবহার করেছেন বলেও প্রয়াত অভিনেতাকে মিটুর মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়

8/8

যার ফলে পরবর্তীকালে সঞ্জনার সঙ্গে কী কথা হত, সেই কথপোকথনের অংশ সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করেন সুশান্ত সিং রাজপুত। এমনকী, সঞ্জনার সঙ্গে সুশান্ত কেনও খারাপ ব্যবহার করেননি বলে স্পষ্ট জানান পরিচালক মুকেশ ছাবড়া। সঞ্জনাও গোটা বিষয়টি অস্বীকার করেন। তবে সুশান্ত জীবিত থাককালীন কেন সঞ্জনা বিষয়টি নিয়ে মুখ খোলেননি, সম্প্রতি তা নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত