রকিকে 'পাগলের মতো' ভালবাসেন হিনা, কাছের মানুষের সঙ্গে ছবি শেয়ার করলেন অভিনেত্রী

Jan 06, 2020, 13:49 PM IST
1/5

ইয়ে রিসতা ক্যা কহেলতা হ্যায় অভিনেত্রী হিনা খান সম্প্রতি ডিনার ডেটে যান বন্ধু রকি জয়সওয়ালের সঙ্গে 

2/5

ঘনিষ্ঠভাবেই রকি জয়সওয়ালের সঙ্গে ছবি শেয়ার করেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী হিনা খান৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রকির সঙ্গে বিশেষ মুহূর্তের ছবিও শেয়ার করেন অভিনেত্রী 

3/5

যেখানে রকিকে পার্টনার ইন ক্রাইম বলে সম্মোধন করেন হিনা৷ সম্প্রতি রকির সঙ্গে রাজস্থানে বেড়াতে যান হিনা৷ মরু শহর থেকেও নিজেদের একাধিক ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে ভক্তদের সামনে তুলে ধরেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী 

4/5

রকি জয়সওয়ালের সঙ্গে বাগদান হয়ে গেলও কবে তাঁরা সাতপাকে বাঁধা পড়ছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি হিনা খান 

5/5

সম্প্রতি অরিজিত সিংয়ের মিউজিক ভিডিয়োতে দেখা যায় হিনা খান-কে৷ যেখানে প্রিয়াঙ্ক শর্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায় তাঁকে