মৎস্যজীবীদের পরিশ্রমকে কাছ থেকে দেখতে মাঝ সমুদ্রে ঝাঁপ রাহুল গান্ধীর

Feb 25, 2021, 13:43 PM IST
1/8

নিজস্ব প্রতিবেদন: হঠাৎই একদিনের মৎস্যজীবী হয়ে উঠলেন রাহুল গান্ধী। মাঝ সমুদ্রে গিয়ে শুনলেন তাঁদের জীবন-জীবিকার কথা। ভোটমুখী কেরলে ভাদি সমুদ্রতটে মৎস্যজীবীদের জাল টেনে ধরলেন রাহুল।

2/8

মার্কিন সংস্থার সঙ্গে কেরল সরকার চুক্তিবদ্ধ। যার জন্য তাদের রুজিরোজগারে সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যার কথা রাজ্যের থাঙ্গাসারি এলাকায় তুলে ধরলেন  রাহুল গান্ধী। 

3/8

তিনি বলেন,  ‘আমি মৎস্যজীবীদের কাজ এবং পরিশ্রমকে শ্রদ্ধা করি।’

4/8

আর সেই শ্রদ্ধা দেখাতে ঝপাং করে মাঝসমুদ্রে ঝাঁপ দেন রাহুল গান্ধী। তিনি দেখতে চেয়েছিলেন, গভীর সমুদ্রে মাছ চাষ কতটা ঝুঁকিপূর্ণ!

5/8

নৌকায় চড়ে ভাদি সমুদ্রতট ঘুরে দেখেন রাহুল গান্ধী। ভারী জাল টেনে মাছ ধরার চেষ্টা করেন। 

6/8

কীভাবে মৎস্যজীবীরা মাছ ধরার জন্য প্রস্তুতি নেন, কীভাবে মাঝ সমুদ্রে নৌকার হাল ধরে, জাল ফেলে জলে, খুঁটিনাটি কাছ থেকে দেখেছেন রাহুল গান্ধী।

7/8

8/8