Heavy Rain: উদ্দাম করোলার জলে ডুবছে জলপাইগুড়ি! জারি হলুদ সঙ্কেত, আতঙ্কিত এলাকাবাসী
দাবদাহে অতিষ্ঠ হয়ে বর্ষার জন্য হা-পিত্যেশ করে বসে থাকি আমরা। এদিকে বর্ষা যখন তার পূর্ণাঙ্গ রূপ নিয়ে হাজির হয় আমাদের সামনে আমরা বিপন্ন বোধ করি।
দাবদাহে অতিষ্ঠ হয়ে বর্ষার জন্য হা-পিত্যেশ করে বসে থাকি আমরা। এদিকে বর্ষা যখন তার পূর্ণাঙ্গ রূপ নিয়ে হাজির হয় আমাদের সামনে আমরা বিপন্ন বোধ করি। গ্রাম-নগর-জনপদ ডুবে যায়, প্লাবিত হয় ক্ষেত-জমি-বাগান, ফল-ফুল-ফসল নষ্ট হয়। হয় প্রাণহানিও। বছর-বছর এক ছবি। রেহাই নেই। এবারও কোনও অন্যথা নেই। ঘোর বৃষ্টিতে ফুঁসছে উত্তরবঙ্গের নদী। আতঙ্কে ভুগছেন জলপাইগুড়ি জেলার মানুষজন।
2/6
করোলার জল
photos
TRENDING NOW
4/6
হলুদ সংকেত
5/6
রবিসকালে বৃষ্টি নেই
6/6
বাঁধ মেরামত
photos