WB assembly election 2021 : সব সমস্যার সমাধান করব, না পারলে বারাকপুরেই ঢুকব না : Raj Chakraborty

Mar 07, 2021, 16:55 PM IST
1/5

আগেই জানিয়েছিলেন রবিবার বারাকপুর বিধানসভা কেন্দ্রে যাবেন। বাড়ি বাড়ি গিয়ে সেখানকার মানুষের সঙ্গে কথা বলবেন। সেই মতোই এদিন বারাকপুরে পৌঁছে গেলেন রাজ চক্রবর্তী। 

2/5

''সব বাড়িতে যাব। যে ডাকবেন তাঁর বাড়িতেই যাব। সব সমস্যার সমাধান করব। না পারলে বারাকপুরেই ঢুকব না।'' রবিবার বারাকপুরে পৌঁছে এমনটাই বললেন তৃণমূলের তারকাপ্রার্থী রাজ চক্রবর্তী। 

3/5

এখানেই শেষ নয়। বারাকপুরে গিয়ে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী আরও বলেন, ''আমি এখানেই থাকব প্রত্যেকদিন। আমার পরিবার ইন্ডাস্ট্রির বন্ধুরা এখানে আসবেন।''

4/5

মিঠুন চক্রবর্তীর BJP-তে যোগদানের প্রসঙ্গে বিশেষ কিছু বলতে চাইলেন না রাজ। তাঁর কথায়, ''মিঠুনদা যা ভালো বুঝেছেন করেছেন।''

5/5

প্রসঙ্গত রাজ চক্রবর্তীকে প্রার্থী করার পর বারাকপুরের দলীয় নেতৃত্বের মধ্যেই ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ রাজ 'বহিরাগত'। সেপ্রসঙ্গে রাজ চক্রবর্তী সাফ জানিয়েছেন, তিনি বহিরাগত নন। তাঁর হালিশহরে বাড়ি। তাঁকে নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছে, সেপ্রসঙ্গে বলেছিলেন  ''ভালোবাসা দিয়ে ক্ষোভ মিটিয়ে নেব, চিন্তা নেই।''