WB Assembly Election 2021: গরুর গাড়ি চেপে নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থী

Mar 13, 2021, 15:09 PM IST
1/5

গরুর গাড়ি চেপে আজ সকালে প্রচার করলেন কসবা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাভেদ খান।

2/5

রান্নার গ্যাস এবং পেট্রোল, ডিজেলের অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধির প্রতিবাদেই এভাবে অবিনব কায়দায় প্রতিবাদ প্রচার সারলেন জাভেদ খান।   

3/5

তাঁর অভিযোগ, পেট্রোপণ্যের এই অস্বাভাবিক দামের  ফলে দেশকে পিছনের দিকে ঠেলে দিচ্ছেন মোদী।   

4/5

মানুষকে এবার গাড়ির বদলে গরুর গাড়ি চড়তে হবে। 

5/5