কালীপুজোয় বাজি পোড়ানো মাটি করবে বৃষ্টি?

Oct 31, 2018, 16:17 PM IST
1/6

সপ্তাহ ঘুরলেই কালীপুজো। আলোর উত্সব দীপাবলি। কিন্তু এবার কালীপুজোয় বাজি পোড়়ানো কি মাটি করবে বৃষ্টি? কী বলছে পূর্বাভাস?

2/6

পূর্বাভাস বলছে, কালীপুজোর দিন শহর কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। দুপুরের দিকে বরং বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বৃদ্ধি পাবে। যার ফলে অস্বস্তিসূচক বাড়বে। ঘাম হবে।

3/6

আর রাতের দিকে তাপমাত্রা থাকবে ২১ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে, ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা-ই নেই। ফলে নিশ্চিন্তে, নির্ঝঞ্জাটে, নির্বিঘ্নে বাজি পোড়ানো যাবে। আশ্বাস দিচ্ছে উপগ্রহ চিত্র।

4/6

তবে এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ খবর হল, শীত পড়তে এখনও ঢের দেরি আছে। হেমন্তের আমেজ শুরু হয়ে গেলেও, ঠান্ডা পড়তে দেরি আছে।

5/6

নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত এই রকমই আবহাওয়া চলবে। সকালের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব অনভূত হবে। দুপুরের দিকে গরম লাগবে। রাতের দিকে আবার ঠান্ডা ভাব অনুভূত হবে।

6/6

নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৬ পর্যন্ত বেশি থাকবে। নভেম্বর মাসের শেষভাগ থেকে পারদ নামতে শুরু করবে।