Weather Update: বঙ্গোপসাগরে ২ সিস্টেম! ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়?

Jul 18, 2023, 18:06 PM IST
1/5

ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকূটি

Weather Update Cyclone

সন্দীপ প্রামাণিক: ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়? আবহাওয়া দফতর জানাচ্ছে, এই মুহূর্তে পূর্ব ভারতের উপর দুটো সিস্টেম রয়েছে। একটি হচ্ছে সাইক্লোনিক সার্কুলেশন যার অবস্থান উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা উপকূলে। আগামী ৪৮ ঘণ্টায় এই সার্কুলেশনটা নিম্নচাপে পরিণত হবে।   

2/5

ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকূটি

Weather Update Cyclone

আরেকটি মৌসুমী অক্ষরেখা পশ্চিম বঙ্গোসাগরে চাঁদবালি এবং আম্বিকাপুরের উপর রয়েছে। এই দুটো সিস্টেমই ওড়িশা উপকূল লাগোয়া রয়েছে। এর ফলে সবচেয়ে বেশি বৃষ্টি হবে ওড়িশা, ছত্তিশগড় এবং তেলেঙ্গানায়।   

3/5

ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকূটি

Weather Update Cyclone

তবে এই সিস্টেমের ফলে পশ্চিমবঙ্গে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।   

4/5

ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকূটি

Weather Update Cyclone

যেহেতু এই দুটি সিস্টেমের জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। ফলে খানিকটা হলেও বৃষ্টির ঘাটতি মিটতে পারে। প্রসঙ্গত, বর্তমানে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে ৩৬ শতাংশ, কলকাতায় রয়েছে  ৪৭শতাংশ। আর গোটা রাজ্যে বৃষ্টির ঘাটতি রয়েছে ১৩ শতাংশ।   

5/5

ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকূটি

Weather Update Cyclone

এই সিস্টেমের ফলে বর্ষার সেই ঘাটতি খুব একটা যদিও মিটবে না। কারণ, কলকাতা সহ দুই বঙ্গে আগামী ৪ থেকে ৫ দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পূর্বাভাস বলছে, ২১ তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।