সরছে বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ, পুজোর আকাশেও অশনিসংকেত?

Oct 13, 2020, 11:02 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: আজ অন্ধ্রপ্রদেশে স্থলভাগে ঢুকছে বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ। সর্বোচ্চ ৭৫ থেকে ৮০ কিলোমিটার গতি থাকবে ঝড়ের। এর প্রভাবে ওড়িশা-সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। 

2/5

বাংলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি থাকবে।

3/5

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা আছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ।   

4/5

বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে আজ বিশাখাপত্তনম ও নার্সার মাঝে স্থলভাগে প্রবেশ করবে।   

5/5

কাকিনাড়া কাছে যখন উপকূল স্পর্শ করবে তখন এই অতি গভীর নিম্নচাপের সঙ্গে ৭৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে। মৎস্যজীবীদের অন্ধ্রপ্রদেশ ওড়িশা তামিলনাডু ও পন্ডিচেরি উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।