তুমুল বৃষ্টিতে মাটি হতে পারে দুর্গাপুজো, পূর্বাভাস আবহাওয়া দফতরের

Oct 16, 2020, 16:31 PM IST
1/10

পুজোর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি। ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। 

2/10

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বাড়ল উদ্বেগ। 

3/10

উত্সবের আগেই উদ্বেগ বাড়াল আবহাওয়া দফতর। পুজোর কদিন কলকতাসহ দক্ষিণ বঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

4/10

বাইশ, তেশই, চব্বিশ অর্থাত্ ষষ্ঠী থেকে অষ্টমী তিনই দিনই আনন্দে জল ঢালতে পারে প্রকৃতি।

5/10

তেমনইটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।  

6/10

শহরে পুজোর তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেই আশঙ্কা। 

7/10

এগিয়ে আসছে পুজো। করোনা আবহেও পুজোর দিনগুলো অন্তত আনন্দে কাটাটে চাইছে বাঙালি। তবে তাতেও বাধ সাধবে বৃষ্টি।

8/10

ইতিমধ্যেই শক্তি হারিয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ।

9/10

পূর্বাভাস অনুযায়ী, বর্ষা বিদায় নিতে এই বছর একটু দেরি হবে।  বঙ্গোপসাগরে একের পর এক নিম্ন চাপ সৃষ্টি হচ্ছে, যার ফলে এই বছর বর্ষা বিদায় নিতে একটু দেরি হবে। পুজোর আগে বর্ষা যাবে না। আগামী ১৯ তারিখ মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভবনা রয়েছে।   

10/10

আরও ২৪ ঘন্টা পরে সেটি আরও একটু শক্তিশালী হওয়ার সম্ভাবনা মধ্য বঙ্গপসাগরে। উড়িষ্যা ও অন্ধ্র উপকূলের দিকে নিম্নচাপের অভিমূখ। এর জেরে আমাদের রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একটু বাড়বে। ফলত জলীয় বাস্পের জোগান আমাদের রাজ্যে বাড়বে।