শীতের দেখা নেই, কুয়াশায় ঢেকেছে সর্বস্ব! ব্যাহত ট্রেন, বিমান, ফেরি পরিষেবা

Dec 09, 2020, 11:24 AM IST
1/5

গত দু-দিন ধরেই কুয়াশার চাদরে ঢেকেছে দক্ষিণবঙ্গ। তবে শীতের দেখা নেই। আগামী কয়েকদিন কুয়াশার দাপট থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের আমেজ উধাও। আগামী কয়েকদিনে তাপমাত্রা নামার কোনও লক্ষণ নেই। ১৫ ডিসেম্বরের পর কলকাতায় পারদ নামার সম্ভাবনা রয়েছে।

2/5

কলকাতায় আজ তাপমাত্রা সকালে ছিল ১৭.৬ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে ছিল ২৬.১ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬%।

3/5

বঙ্গোপসাগরে বিপরীতে এর বিপরীত দিকে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকায় সকাল থেকেই কুয়াশা। 

4/5

আগামী আরও ৪৮ ঘণ্টাতেও দাপট থাকবে কুয়াশার। নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে শুক্রবার। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাচ্ছে উত্তুরে হাওয়া।

5/5

বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং পশ্চিমবাংলায় আগামী দুদিন কুয়াশার দাপট চলবে। এদিনের কুয়াশায় দমদম  ও ডায়মন্ডহারবারের বেশ কিছু এলাকায় দৃশ্যমানতা ১০০/ ২০০ মিটারে নেমে যায়। ট্রেন, বিমান, ফেরি চলাচল ব্যাহত হয়েছে।