জাঁকিয়ে শীত উধাও, বাড়ল কলকাতার তাপমাত্রা

Dec 23, 2020, 08:34 AM IST
1/5

গত দুইদিনের মতো কনকনে ঠান্ডা আজ নেই, পরশু ১১.৪ ছিল। কাল ছিল ১২.৫। আজ ১৩.৫।

2/5

৪৮ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রার উত্থান প্রায় ২ ডিগ্রি। তবু আজও শীতের আমেজ বজায় থাকবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর।

3/5

চলতি বছরের বাকি কদিন এই আমেজ থাকবে। বড়দিনেও থাকবে শীত।

4/5

আজ সর্বনিম্ন তাপমাত্রা আরও বেড়ে ১৪ র কাছাকাছি পৌঁছবে। পুরুলিয়া, বীরভূম মুর্শিদাবাদে আজও শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।

5/5

কিন্তু বর্ষবরণের রাত পর্যন্ত তা কখনওই ১৪-র ওপরে উঠবে না বলে খবর। পুবালি হাওয়া ও ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণ ভারতের বেশকিছু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।