Weather Update: সপ্তাহান্তেই জাঁকিয়ে শীত Kolkata-এ, বঙ্গে ১০ ডিগ্রির নিচেও নামতে পারে পারদ

Dec 16, 2020, 10:24 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: ডিসেম্বর (December) অর্ধেক কেটে গিয়েছে, তাও শীতের দেখা নেই। স্বাভাবিকভাবেই মন খারাপ শীত প্রিয় শহরবাসীর। তবে আশার আলো দেখাচ্ছে আবহাওয়া দফতরের (Weather Update) পূর্বাভাস।

2/5

হাওয়া অফিস সূত্রে খবর, এক ধাক্কায় ৪ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে সপ্তাহান্তে (Weekend)। শুক্রবার রাত থেকে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। শনিবার থেকে রাজ্যে (West bengal) জাঁকিয়ে শীত এর পরিস্থিতি। কলকাতায় (kolkata) তাপমাত্রা নামতে পারে ১৪ ডিগ্রির নিচে। জেলায় জেলায় ১০-এর নিচে নামবে পারদ। 

3/5

আবহবিদরা জানাচ্ছেন, মঙ্গলবার পর্যন্ত এই শীতের পর্ব চলতে পারে রাজ্যে। উত্তরবঙ্গের (North Bengal) সমতল এলাকায় আগামী দু-দিনে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।

4/5

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রি ওপরে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। সকালের দিকে সামান্য কুয়াশা ছিল। আগামী দু-দিন কুয়াশার পরিমাণ বাড়তে পারে। আজ সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৮৩3 ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি উপরে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ।

5/5

অন্যদিকে উত্তর-পশ্চিম ভারতে আজ কোল্ড ডে পরিস্থিতি। আগামিকাল থেকে কয়েক দিন শৈত্যপ্রবাহ চলবে দিল্লি-সহ (Delhi) উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। উত্তর-পশ্চিম ভারতের এই শৈত্যপ্রবাহের শীতল হাওয়া এসে তাপমাত্রা কমাবে মধ্যপ্রদেশ, (Madhyapradesh) বিহার (Bihar), ঝাড়খন্ড (Jharkhand), ওড়িশা (odisha) ও পশ্চিমবঙ্গের (west bengal)।