উত্তরবঙ্গে আজ থেকে ৩ দিন বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গ থাকবে ফুরফুরে মেজাজেই

Jan 16, 2020, 11:52 AM IST
1/8

আবারও বৃষ্টি রাজ্যে। বৃহস্পতিবার থেকেই বৃষ্টি দার্জিলিং কালিম্পং-এ। শুক্র ও শনিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র-শনি বৃষ্টি হবে সিকিমে। হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। 

2/8

 রবিবারেও হালকা বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা হবে বেশ কিছু জেলায়।

3/8

নদিয়া, দুই ২৪ পরগনা, হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুরে কুয়াশার সম্ভাবনা রয়েছে।

4/8

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এ রাজ্যে বৃষ্টি ও জলীয়বাষ্প বেশি থাকায় দক্ষিণবঙ্গে কুয়াশার আধিক্য থাকবে। ঝঞ্ঝার প্রভাব আগামী কয়েক দিন দিন থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। রাতে তাপমাত্রা বাড়বে।

5/8

কলকাতায় সকালে হালকা কুয়াশা পড়ে। সারাদিন মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। আজ সকালে তাপমাত্রা সামান্য বেড়ে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের এক ডিগ্রি উপরে। 

6/8

গতকাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি উপরে ছিল। কলকাতার বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৩৯ থেকে ৯৯%।

7/8

আরও একটি পশ্চিমী ঝঞ্জা ঢুকে পড়েছে জম্মু-কাশ্মীরে। এর প্রভাবে আজ ও আগামিকাল জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা।

8/8

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলা বৃষ্টি হতে পারে পঞ্জাব হরিয়ানা রাজস্থান চন্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ-এ।