রাজ্যে পড়ছে পারদ, জাঁকিয়ে শীত আসতে আর কদিন?

Nov 05, 2020, 14:36 PM IST
1/4

কলকাতায় ২ নামল তাপমাত্রা। গত দু'দিনে ৪ডিগ্রি কমল তাপমাত্রা। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০. ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে।    

2/4

রাতের তাপমাত্রা ক্রমশ নামছে। পারদ নেমে যাওয়ায় রাতে ও সকালের দিকে শীতের আমেজ থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেড়েছে।   

3/4

সপ্তাহান্তে শনি তাপমাত্রা আরও নিচে নামতে পারে বলে অনুমান করছে মৌসম ভবন। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত ও কর্ণাটক উপকূলে একটি অক্ষরেখা রয়েছে। এর প্রভাবে তামিলনাডু কেরালা পুদুচেরি দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ৪-৫ দিন বৃষ্টির পূর্বাভাস।   

4/4

কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ভারত ছাড়া উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ড মিজোরাম মনিপুর ত্রিপুরাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। একটি ঘূর্ণাবর্ত হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলের প্রভাবেই এই বৃষ্টি। ২৪ ঘন্টা পর থেকে উত্তর-পূর্ব ভারতের আবহাওয়ার পরিবর্তন শুষ্ক আবহাওয়া। উত্তর-পশ্চিম ভারতের মধ্য ও পূর্ব ভারতে আগামী দু-তিন দিনে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার সম্ভাবনা।