Weather Update | Yellow Alert: বাজ, বিদ্যুৎ, বৃষ্টির সঙ্গেই ঝড়! ৩ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে দুর্যোগ, জারি সতর্কতা...

Yellow Alert in 4 districts: ঘূর্ণিঝড় রিমালের অবস্থান কী? বাংলাতেই কি আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? 

| May 21, 2024, 10:38 AM IST
1/6

ধেয়ে আসছে দুর্যোগ

Weather Update Yellow Alert

অয়ন ঘোষাল: বাজ, বিদ্যুতের সঙ্গেই প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস। ধেয়ে আসছে দুর্যোগ! আর তাই হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।  

2/6

ধেয়ে আসছে দুর্যোগ

Weather Update Yellow Alert

৩ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে দুর্যোগ। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সঙ্গে বজ্রপাত ও বিদ্যুতের ভ্রুকূটি।  

3/6

ধেয়ে আসছে দুর্যোগ

Weather Update Yellow Alert

কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। আর সেই কারণেই আগাম সতর্কতায় জারি হলুদ সতর্কতা।  

4/6

ধেয়ে আসছে দুর্যোগ

Weather Update Yellow Alert

কোথায় কোথায় ইয়োলো অ্যালার্ট? বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে এই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।   

5/6

ধেয়ে আসছে দুর্যোগ

Weather Update Yellow Alert

ওদিকে আবহাওয়া দফতর ঘূর্ণিঝড় রিমাল সম্পর্কে জানিয়েছে যে, আগামিকাল  বুধবার ২২ মে বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নেবে।   

6/6

ধেয়ে আসছে দুর্যোগ

Weather Update Yellow Alert

শুক্রবার ২৪ মে এটি অতি গভীর নিম্নচাপের চেহারা নেবে। তারপরের ৪৮ ঘণ্টা-ই 'ভাইটাল' রিমালের শক্তি ও গতির অভিমুখ বোঝার জন্য!